ইত্তেহাদ নিউজ ডেস্ক : চলতি বছরের প্রথম ছয় মাসে জাপানে প্রায় ৪০ হাজার মানুষ নিজ বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির পুলিশের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জাতীয় পুলিশ সংস্থার সংগ্রহ করা এ বছরের প্রথম ছয় মাসের তথ্যে দেখা গেছে, একাকী জীবনযাপন করা ৩৭ হাজার ২২৭ জনকে তাদের নিজেদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের মধ্যে ৭০ শতাংশ ৬৫ বছর বা এর বেশি বয়সি।
জাতীয় পুলিশ সংস্থা জানিয়েছে, এসব মানুষের মধ্যে প্রায় ৪ হাজার জনকে মৃত্যুর এক মাসের বেশি সময় পর উদ্ধার করা হয়েছে। সংস্থাটির প্রত্যাশা, তাদের এ প্রতিবেদন জাপানের বিপুলসংখ্যক প্রবীণ মানুষের একাকী জীবনযাপন করে মারা যাওয়ার বিষয়কে প্রকাশ্যে আনবে।
ওই প্রতিবেদনে দেখা গেছে, বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মারা যাওয়া ওই মানুষদের মধ্যে আনুমানিক ৪০ শতাংশকে তাদের মৃত্যুর এক দিনের মধ্যেই খুঁজে পাওয়া গেছে। ৩ হাজার ৯৩৯ জনের মরদেহ মিলেছে মৃত্যুর এক মাসের বেশি সময় পরে। এ ছাড়া ১৩০ জনের দেহাবশেষ পাওয়া গেছে মৃত্যুর অন্তত এক বছর পর। এই মানুষদের মধ্যে ৭ হাজার ৪৯৮ জনের বয়স ৮৫ বছর বা এর বেশি। ৫ হাজার ৯২০ জনের বয়স ৭৫-৭৯ বছর এবং ৫ হাজার ৬৩৫ জনের বয়স ৭০-৭৪ বছরের মধ্যে।
জাপানের সরকারি টেলিভিশন নেটওয়ার্ক এনএইচকে জানায়, যেসব মৃত মানুষের সন্ধান এখনও পাওয়া যায়নি, তাদের শনাক্ত করতে পুলিশের ওই সংস্থা তাদের এ অনুসন্ধানের তথ্য সরকারের কাছে হস্তান্তর করবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ গত এপ্রিলে এক গবেষণা প্রতিবেদনে জানায়, জাপানে একাকী বসবাসকারী প্রবীণ নাগরিকের সংখ্যা আগামী ২৫ বছরের মধ্যে অনেক বাড়বে। ২০৫০ সালের মধ্যে দেশটির প্রতি পাঁচটি পরিবারের মধ্যে একজন বয়স্ক ব্যক্তিকে একাকী জীবন কাটাতে হতে পারে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত