ইত্তেহাদ নিউজ,ঢাকা : পদ্মা সেতু-শরীয়তপুর চার লেন সংযোগ সড়ক সম্প্রসারণ প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। এমন অবস্থায় নেই কাজের কোন অগ্রগতি। কাজ শুরুর ৪ বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়েছে মাত্র অর্ধেকের কিছুটা বেশী।
এদিকে, সড়ক তৈরির করার কারণ দেখিয়ে সড়ক খুড়ে রাখায় ভোগান্তিতে চলাচলকারীরা। মাত্র ২৭ কিলোমিটার পথ পাড়ি দিতেই লেগে যাচ্ছে বাড়তি সময়, পাশাপাশি বেড়েছে জ্বালানি খরচও, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। এমন পরিস্থিতির জন্য ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পদ্মাসেতুর নাওডোবা প্রান্ত থেকে শরীয়তপুর জেলা শহর পর্যন্ত ২৭ কিলোমিটার সংযোগ সড়কের জন্য ২০২০ সালের মার্চে ১ হাজার ৬৮২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় সরকার। দফায় দফায় বেড়েছে প্রকল্পের মেয়াদ, সর্বশেষ ২০২৬ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকবল তেমন নাই। নামে মাত্র শ্রমিক আর যন্ত্রপাতি দিয়ে চলছে ২৭ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ। পুরো সড়ক জুড়েই ভাঙা আর খানাখন্দ। এতে ভোগান্তিতে চলাচলকারীরা। বৃষ্টি হলেই ভোগান্তি বেঁড়ে যায় কয়েকগুণ। এ সড়কে চলাচলে যাত্রীদের যেমন পড়তে হয় ভোগান্তিতে, তেমনই পড়তে হয় দুর্ঘটনায়ও।
যাত্রীদের অভিযোগ, পদ্মা সেতু থেকে আমাদের জেলা সবচেয়ে কাছে। কিন্তু দুর্ভোগটা আমরাই সবচেয়ে বেশি পাচ্ছি। ২ ঘণ্টার জায়গায় ৪ ঘণ্টা লাগছে। অসুস্থ যাত্রীদের বেশী সমস্যা হয় বলে জানান অনেক যাত্রী।
এ সড়ক নিয়ে অভিযোগ নিয়ে পরিবহণ মালিকরা জানান, ধীরগতির নির্মাণকাজ ভোগাচ্ছে আমাদের এমন সড়ক দিয়ে চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের যানবাহন। প্রতিনিয়ত পাল্টাতে হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। ক্ষতিগ্রস্ত পরিবহন খাত। মালামাল পরিবহনেও তৈরি হয়েছে ঝুঁকি বলে জানান কয়েকজন পরিবহন ব্যবসায়ী পরিবহন ব্যবসায়ী।
শরীয়তপুরের ব্যবসায়ী রুবেল মিয়া জানান, পদ্মা সেতু তৈরি হওয়ার পর একটু আলোর মুখ দেখেছি কিন্তু রাস্তা সংস্কারের কাজ না হওয়ায় ক্ষতির দিকে যাচ্ছে ব্যবসা।
এছাড়া, ভূমি অধিগ্রহণ জটিলতা ও বালু সরবারহ না থাকায় কাজ করতে সময় লাগছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সড়ক ও জনপথ বিভাগের।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালেহ আহমেদের সিএনএফও মীর মশাররফ হোসেন বলেন, ভূমি অধিগ্রহণ এবং বালু সরবরাহের জটিলতার কারণে আমরা সময় মতো কাজ শেষ করতে পারছি না। তবে এখন প্রায় কাজই নির্দিষ্ট সময়ের আগেই শেষ হবে।
শরীয়তপুর সওজ নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, সড়ক নির্মাণকাজে অধিগ্রহণ আর জমি জটিলতায় কাজের অনেক ক্ষতি হয়েছে তবে মোট কাজের অগ্রগতি প্রায় ৫৫% এর বেশী শেষ। যদিও ২০২৬ সালের জুন মাস পর্যন্ত সময় নেয়া। তবে আমরা আশা করছি ২৫শে ডিসেম্বর এর মধ্যে কাজ শেষ হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত