বাংলাদেশ চট্টগ্রাম

উখিয়ার বালুখালীতে বাসে সন্তান প্রসব করলেন রোহিঙ্গা নারী

1729750939 a992f07d19721dbf74df68c1ed4e7c56
print news

ইত্তেহাদ নিউজ ডেস্কমিয়ানমারে চলমান সংঘাতে জীবন বাঁচাতে পালিয়ে আসা এক গর্ভবতী রোহিঙ্গা নারীকে বাসের মধ্যেই সফলভাবে সন্তান প্রসব করিয়েছেন উখিয়ার বালুখালীতে অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতালের মিডওয়াইফরা। বাসে সন্তান প্রসবকারী ওই মহিলার নাম তমশিদা (৩০)।গত সোমবার (২১ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

রোগীর স্বামী রশিদ আহমদ জানান, সম্প্রতি মিয়ানমারে যুদ্ধ চলাকালে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশকালে গত রবিবার (২০ অক্টোবর) বিজিবির হাতে আটক হন তার স্ত্রী তমশিদা।
বিজিবি হেফাজতে থাকাকালীন গতকাল সোমবার রোগীর প্রসব বেদনা বেড়ে গেলে ১৩ নম্বর ক্যাম্পে (আগে থেকে আশ্রিত) রোগীর বোন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিজিবির কাছে উপস্থাপন করলে বিজিবি মানবিক বিবেচনায় চিকিৎসার জন্য রোগীকে ছেড়ে দিয়ে গাড়িতে তুলে দেয়।

এদিকে রোগীর অবস্থা সংকটাপন্ন দেখে তার বোন বাসে করে রোগীকে বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালের দিকে নিয়ে আসেন। হাসপাতালের কাছাকাছি আসার আগেই রোগীর শারীরিক পরিস্থিতি খারাপ হয়ে গেলে তাকে হাসপাতালে প্রবেশ করিয়ে চিকিৎসা দেওয়ার মতো অবস্থায় ছিল না। এদিকে গাড়িতে চিৎকার শুনে হাসপাতালের নিরাপত্তা প্রহরী তাৎক্ষণিক বিষয়টি দায়িত্বরত মিডওয়াইফদের জানান।
পরে মিডওয়াইফ যাদবী, মৌসুমী, চন্দনা ও শোভার সহযোগিতায় রাত ৮টা ৫০ মিনিটে বাসের মধ্যেই ওই মহিলার স্বাভাবিক সন্তান প্রসব করানো হয় এবং পরবর্তীতে অবশিষ্ট স্বাস্থ্যসেবা হাসপাতালে দেওয়া হয়।

বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ফ্রেন্ডশিপের এমন ভালো কর্মের সাধুবাদ জানিয়েছেন।রোগীর স্বামী রশিদ আহমদ জানান, ফ্রেন্ডশিপ হাসপাতালের কর্মীরা তাৎক্ষণিক সেবা দিতে এগিয়ে না আসলে তার স্ত্রী ও সন্তান দুজনকেই বাঁচানো কঠিন হত।
তিনি ফ্রেন্ডশিপ হাসপাতালের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *