কুমিল্লার কারাগারে আওয়ামী লীগ আমাকে ফাঁসির সেলে রেখেছে


ইত্তেহাদ নিউজ ডেস্ক : বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা তিনবারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ জি কে গউছ বলেছেন, বিগত ১৫টি বছর আমি যে জুলুম-নির্যাতনের শিকার হয়েছি তার কোনো সীমা ছিল না। আমাকে কুমিল্লার কারাগারে ফাঁসির সেলে রাখা হয়েছিল। ৩ মাস আমাকে স্বাভাবিক খাবার দেয়া হয়নি। আমি যখন মৃত্যুর দিকে চলে যাচ্ছিলাম তখন আমাকে ভাত দেয়া হলো, কিন্তু ভাতে রাস্তার বালুমিশ্রিত করে দেয়া হতো। আমাকে হবিগঞ্জ কারাগারে হত্যার চেষ্টা করা হয়েছে, কুখ্যাত এক খুনি যুবলীগকর্মী আমাকে ছুরিকাঘাত করেছে। কারাগারে আমাকে চিকিৎসা থেকেও বঞ্চিত করা হয়েছে। অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে, বছরের পর বছর কারাভোগ করেছি। যারা আমার ওপর এই জুলুম-নির্যাতন করেছে তারা এখন দেশ ছেড়ে, পরিবার-পরিজন ছেড়ে, নিজের বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। তাদের বাসাবাড়িতে এখন বাতি জ্বলে না। এটাই মহান আল্লাহর বিচার। তিনি মঙ্গলবার বিকালে চুনারুঘাট উপজেলা বিএনপি’র উদ্যোগে ফ্যাসিবাদী শেখ হাসিনার জুলুম-নির্যাতনের স্মৃতিচারণ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চুনারুঘাট উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী ও হাজী এনামুল হক। বক্তব্য রাখেন চুনারুঘাটের সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, পৌর বিএনপি সভাপতি আলহাজ হোসাইন আলী রাজন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল আওয়াল মাস্টার প্রমুখ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।