ইত্তেহাদ নিউজ, ঝালকাঠি:
সম্প্রতি ঝালকাঠির পোষাক ব্যবসায়ী লিটু তালুকদার'র মেয়ে মৌ এর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের বর ছিলো একজন সেনা কর্মকর্তা। আর একারনেই অনুষ্ঠান আয়োজন করা হয় ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে "সেনাকুঞ্জ" মালঞ্চ হলে।
বিয়ের অনুষ্ঠানে দেখা মিললো আত্মগোপনে থাকা ঝালকাঠি আওয়ামীলীগের অনেক নেতাদের। যারা ইতোমধ্যে একাধিক মামলার আসামী হয়ে এখন পর্যন্ত অধরা রয়েছেন। মামলার বাদীও ছিলেন একই অনুষ্ঠানে। এ যেনো বাদী-আসামীদের মিলন মেলা।
বিয়ের অনুষ্ঠানে সকলের উপস্থিতির বিষয়টি ঝালকাঠি জুড়ে ছিলো 'টক অব দ্যা টাউন।' বিএনপি এবং আওয়ামীলীগ সমর্থীত নেতা-কর্মীদের নানা সমালোচনা শুরু হলে অনেকেই ফেসবুক থেকে বিয়ের ছবি ও ভিডিও সড়িয়ে নিয়েছে।
বিয়ের পার্টিতে যাদেরকে দেখা গেলো তারা হলেন, ঝালকাঠি পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি জর্দা ব্যবসায়ী শামসুল হক মনু, জেলা আ'লীগের কোষাধাক্ষ মনিরুল ইসলাম তালুকদার, পৌর আ'লীগের সভাপতি সদ্য বিদায়ী মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক বিতর্কিত পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকিরসহ অনেকে।
একই অনুষ্ঠানে উপস্থিত ছিলো বিএনপির অনেকে। যারা মামলার বাদিও হয়েছেন। তবে বাদি-আসামীদের সাথে কুশল বিনিময়ও হয়েছে বলে জানিয়েছেন অনেকে।
এই বিয়ের অনুষ্ঠান উপলক্ষে দলীয় নেতাদের সাথে এক ছাদের নিচে দেখা করতে যায় এবং দলীয় আলোচনা সেরে নেন। এই তথ্য যারা দিয়েছেন তারা প্রকাশ্যে নাম প্রকাশ করতে চাননি কেউ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামল'র ভাই রেজা রহমানও ছিলেন এই বিয়ের অনুষ্ঠানে। অথচ আওয়ামীলীগ সরকারের আমলে তার ভাই রফিকুল ইসলাম জামালের উপর হামলা করেছিলো এই নেতারা, যারা বিয়ে বাড়িতে উপস্থিত ছিলো। কিন্তু সবাই সবার সাথে কুশল বিনিময় করেছে। এটা আগামীতে ঝালকাঠি জেলা বিএনপির জন্য অশুভ সংকেত বলেও মন্তব্য করেছেন দলের ত্যাগী কর্মীরা।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত