সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা ববি


ইত্তেহাদ নিউজ ডেস্ক : গণঅভ্যুত্থানের পর জেগে উঠতে শুরু করেছে স্থবির সিনেমা অঙ্গন। কাজে ফিরেছেন তারকারা। সেই ধারাবাহিকতায় নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা ববি হক। সিনেমাটির নাম ‘বউ’। কে এ নিলয়ের পরিচালনায় এই সিনেমায় ডি এ তায়েবের সঙ্গে জুটি বেঁধেছেন ববি। এর আগেও তায়েবের বিপরীতে এ নায়িকাকে দেখা গেছে। সম্প্রতি এফডিসিতে ‘বউ’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এদিকে এই ছবি প্রসঙ্গে ববি বলেন, নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। সব সময় গ্ল্যামারাস ববিকে দেখেছেন দর্শক। এবার অন্য এক ববির দেখা মিলবে। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে। সিনেমার নাম ‘বউ’। কিন্তু ববি বিয়ে করছেন কবে? এ চিত্রনায়িকা জানান, বর পেলেই বিয়ে করে ফেলবো! নতুন বাংলাদেশের সিনেমা নিয়ে তিনি বলেন, সিনেমার কাজ কিন্তু হচ্ছে, তবে টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে। একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপড়েন থাকে। সিনেমায়ও সে রকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী। জানা গেছে, চলতি মাসের শেষেই ‘বউ’ সিনেমার শুটিং শুরু হবে। একটানা শুটিং করে দ্রুত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ। নতুন বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।