ইত্তেহাদ নিউজ,সিলেট : ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন’ উপলক্ষে জুলাই গণহত্যার বিচারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র শিবির। বুধবার সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর আম্বরখানায় গিয়ে শেষ হয়।
সমাবেশে শিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিবাদের দোসর অনেকের জামিন হচ্ছে যা দুঃখজনক। চট্টগ্রামে একজন বিশিষ্ট আইনজীবীকে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।তিনি বলেন, ছাত্রদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব নয়, ঐক্য গড়ে তুলতে হবে। কোনো ট্র্যাপে পা দেওয়া যাবে না।
সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে মহানগর সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমদ।প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় শিবির নেতা আব্দুর রহিম বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িত সবার বিচার অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিবাদের দোসর অনেকের জামিন হচ্ছে যা দুঃখজনক।
বিশেষ অতিথির বক্তব্য সিদ্দিক আহমদ বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনার পতনের থেকে তারা বিভিন্ন বামে দেশিকে অস্থিতিশীল করছে। তারা ক্যাম্পাসগুলোকে নিয়ে ষড়যন্ত্র করছে।তিনি বলেন, ইসকনের উগ্র সন্ত্রাসীদের মাধ্যমে এ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এগুলো সুস্পষ্টভাবে ভারতের প্রেসক্রিপশনে হচ্ছে।
সভাপতির বক্তব্য মহানগর সভাপতি শরীফ মাহমুদ বলেন, জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের দোসররা, ভারতের তাবেদাররা বাংলাদেশের এই অভ্যুত্থানকে নিয়ে, এই স্বাধীনতাকে নিয়ে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।
মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন- শাবিপ্রবির সভাপতি তারেক মনোওয়ার, সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ, জেলা পশ্চিম সভাপতি নজরুল ইসলাম। উক্ত কর্মসূচিতে সিলেট মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত