ইত্তেহাদ নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় আবাসিক ভবন, সরকারি স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় এক পরিবারের নয়জনের প্রাণ গেছে।
মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, বৃহস্পতিবার ইসরায়েলি স্থলসেনারা একটি অভিযান চালাচ্ছে। এর লক্ষ্য নেৎজারিম করিডোর প্রসারণ করা। করিডোরটি গাজার সাড়ে ছয় কিলোমিটার (৪ মাইল) দীর্ঘ একটি পথ, যা গাজার উত্তরের অংশকে দক্ষিণের অংশ থেকে বিচ্ছিন্ন করেছে। মাহমুদ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী অবশিষ্ট আবাসিক ভবন ধ্বংস করতে হামলা চালাচ্ছে। তাদের দাবি, এসব ভবন ফিলিস্তিনি যোদ্ধারা পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। উত্তর গাজায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হামলা চালাচ্ছে। বেইত লাহিয়া শহরের অবশিষ্ট আবাসিক ভবনগুলোতে হামলা চালানো হচ্ছে। হামলায় চারজনের প্রাণ গেছে বলে জানান তিনি।
উপত্যকার দক্ষিণ দিকে বৃহস্পতিবার সকালে হামলায় অন্তত চারজনের প্রাণ গেছে। বার্তাসংস্থা ওয়াফা জানায়, খান ইউনিসের পূর্বে আবাসান শহরে শরণার্থী শিবিরের পাশে ইসরায়েলি ড্রোন ফিলিস্তিনি বেসামরিকদের একটি গোষ্ঠীর ওপর হামলা চালায়। সাম্প্রতিক এসব হামলা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো কথা বলেনি। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাস লক্ষ্য করে তারা হামলা চালায় এবং বেসামরিকদের হতাহতের ঘটনা এড়ানোর চেষ্টা করে। চলতি মাসের শুরুতে, জাতিসংঘ বলেছিল, নিহতদের মধ্যে ৭০ শতাংশেরও বেশি নারী-শিশু। গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের যুদ্ধে ৪৪ হাজার ২৮২ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছেন এক লাখ চার হাজার ৮৮০ জন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত