ইত্তেহাদ নিউজ ডেস্ক : দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পোতে বিদ্রেহীরা প্রবেশের পর সেখান থেকে সরে গেছে সিরিয়ার সেনারা। যদিও এটিকে ‘অস্থায়ী প্রত্যাহার’ হিসেবে অভিহিত করেছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার সবাইকে চমকে দিয়ে আলেপ্পোতে প্রবেশ করে সুন্নি মুসলিমদের নিয়ে গঠিত বিদ্রোহী গোষ্ঠী। সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, বিদ্রোহীদের সঙ্গে তীব্র লড়াইয়ে তাদের কয়েক ডজন সেনা নিহত ও আহত হয়েছে।
বিদ্রোহীরা আলেপ্পোতে প্রবেশের পর তাদের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়ার বিমানবাহিনী। ২০১১ সালে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি। এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন। এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। তবে ২০১৫ সালে বাশার আল আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া। সে বছর সিরিয়া লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় তারা। এরপর বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়।
কিন্তু সাম্প্রতিক সময়ে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়া এবং রাশিয়া ইউক্রেন নিয়ে ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে উঠেছেন। তারা ২০১৬ সালের পর প্রথমবারের মতো আলেপ্পোতে প্রবেশ করেছেন। অপরদিকে সিরিয়ার সরকার তাদের সেনাদের প্রত্যাহার করে নিয়ে যেতে বাধ্য হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত