খেলাধুলা আন্তর্জাতিক

নেইমার পেয়েছেন ৩০ কোটি টাকা

neimar
print news

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  ২০২৩ সালে ইউরোপ অধ্যায় শেষ হয় নেইমারের। পিএসজি থেকে বিশাল অঙ্কে দলে এই ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়ায় সৌদি আরবের ক্লাব আল হিলাল। এরপর পেরিয়ে গেছে ১৮ মাস। ইনজুরির কারণে এতো লম্বা সময়ে সৌদি ক্লাবের হয়ে মাত্র সাতটি ম্যাচে মাঠে নামেন নেইমার।

২০২৪ সালে বলতে গেলে পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। আল হিলালের হয়ে মাত্র ২টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। বদলি হিসেবে মাঠে নেমে খেলেছেন মোটে ৪২ মিনিটে। আর এই ৪২ মিনিটে খেলেই নেইমার যে পরিমাণ অর্থ পেয়েছেন তা জানলে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য।

নেইমার ইনজুরিতে পড়লেও তাকে বেতন দেওয়া তো আর বন্ধ করতে পারেনি আল হিলাল! তাহলে যে চুক্তির খেলাপ হয়ে যেত। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, গত বছর ৪২ মিনিট খেলেই ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার।

তার মানে প্রতি মিনিট মাঠে থাকার জন্য নেইমার পেয়েছেন প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি টাকার ওপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয়, তাহলে আল হিলালের হয়ে ১ সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা!

এসিএল চোটের কারণে বর্তমানেও পর্যন্ত মাঠের বাইরে আছেন নেইমার। শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। তবে ক্লাব তার সঙ্গে চুক্তি নবায়ন না করলে নেইমার কোথায় যাবেন, তা এখনো স্পষ্ট নয়।

 

সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানা

সংবাদটি শেয়ার করুন....
Emon Khan

Emon Khan

About Author