বাংলাদেশ ঢাকা বিশেষ সংবাদ সংবাদ

ডিজিটাল ভূমি সেবার পেছনের মানুষকেও সৎ হতে হবে: ভূমি উপদেষ্টা

1 4 67991fb527204
print news

 ঢাকা প্রতিনিধি :  ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ডিজিটাল ভূমিসেবা দিতে ডিভাইসের পেছনে যে মানুষটি কাজ করবে তারও সততা থাকতে হবে। মঙ্গলবার রাজধানীর ভূমি ভবনের সম্মেলনকক্ষে অটোমেটেড ভূমি সেবার লক্ষ্যে নতুন সফটওয়্যারের দ্বিতীয় ভার্সন সম্পর্কে কর্মকর্তা/কর্মচারীদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইব্রাহিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে উপদেষ্টা ড্রোনের মাধ্যমে লাইভ জরিপ কার্যক্রম প্রদর্শনী দেখেন এবং ভূমি ভবনের নিচতলায় নাগরিক ভূমিসেবা কেন্দ্র পরিদর্শন করেন।

উপদেষ্টা বলেন, মানুষের জীবন ভূমি ব্যবস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। ভূমির ওপর মানুষের অধিকার সার্বজনীন। এই অধিকার নিশ্চিত করতে ভূমিসেবায় ডিজিটালাইজেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভূমিসেবা সহজীকরণে এটি একটি সময়োপযোগী উদ্যোগ। ভ‚মি ব্যবস্থাপনার স্বচ্ছতা, নিরাপত্তা ও আধুনিকায়নের ওপর অনেক মানুষের সামাজিক-অর্থনৈতিক জীবনযাত্রা সরাসরি প্রভাবিত হয়ে থাকে।

টেকসই ডিজিটাইজ ভূমিসেবা নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে ভূমি উপদেষ্টা বলেন, নিজেদের সত্তা টিকিয়ে রাখতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান জনসেবায় কাজে লাগাতে হবে। ডিজিটাইজ সেবা প্রদানে ডিভাইসের পেছনে যে মানুষটি কাজ করবে তাকেও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণকে প্রকৃত সেবা দেওয়ার মাধ্যমে মন্ত্রণালয়ের প্রতি জনগণের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করতে হবে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন, সার্ভারের ধীর গতির জন্য অনলাইন ভূমিসেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিল। বর্তমানে সফটওয়্যারগুলোর কার্যক্রম আগের তুলনায় বেশ গতিসম্পন্ন হয়েছে। তিনি বলেন, নাগরিকরা নামজারি, ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান সেবা গ্রহণ করতে পারছেন। সেবা গ্রহিতাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে। মানসম্মত সেবা দেওয়ার জন্য সম্মাননা দেওয়া হবে।

* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
Emon Khan

Emon Khan

About Author