দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে পদত্যাগের আহ্বান জানিয়েছেন অ্যাডভোকেট আযম খান


ঢাকা প্রতিনিধি : দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে বিগত ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি দায়িত্ব গ্রহণের পর বলেছেন, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবেন। যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তারা অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে পথ খোলা আছে, পদত্যাগ করুন।
তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী আওয়ামী দোসর সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে নাগরিক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ-সদস্য হারুনুর রশিদ, তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, কৃষক দলের সহসভাপতি ভিপি ইব্রাহীম, যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর বাদল সরদার, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জিএম আনিস, মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় সদস্য ইসমাইল হোসেন সিরাজী, কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, মুক্তিযোদ্ধা প্রজন্মের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বিলকিস খন্দকার, কৃষক দল শাহবাগ থানার সভাপতি মোহাম্মদ হোসেন, সংগঠনের সহসভাপতি এবি সিদ্দিকী প্রমুখ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়