সংবাদ আন্তর্জাতিক

গুগল ম্যাপস করবে মেক্সিকো উপসাগরের নাম ‘আমেরিকা উপসাগর’

1 44 67996545393ab
print news

ইত্তেহাদ নিউজ ডেস্ক : গুগল ম্যাপসে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) তারা এ ঘোষণা দেন। তবে মার্কিন ভৌগোলিক নাম ব্যবস্থায় আপডেট হওয়ার পর কার্যকর হবে। আলাস্কার ডেনালি পর্বতের নামও পরিবর্তন করে ‘মাউন্ট ম্যাককিনলে’ রাখবে গুগল ম্যাপস।

একটি এক্স পোস্টে গুগল জানিয়েছে, আমরা গুগল ম্যাপসের মধ্যে নামকরণ সম্পর্কিত কয়েকটি প্রশ্ন পেয়েছি। আমরা সরকারী উৎসে নাম পরিবর্তন হলে সেগুলো প্রয়োগ করার জন্য দীর্ঘদিনের একটি পদ্ধতি অনুসরণ করি। তবে অন্যান্য দেশের ব্যবহারকারীরা ম্যাপসে উভয় নামই দেখতে পাবেন, যা দীর্ঘদিনের একটি নিয়ম।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণের দিন এই নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন। যা তার প্রচারাভিযানের প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি অংশ। ফেডারেল সরকার ইতিমধ্যেই উভয় নাম পরিবর্তনের এই নির্দেশ আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে।

মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন নতুন হলেও, দেশের সর্বোচ্চ শৃঙ্গের নামকরণ নিয়ে বিতর্ক বহু বছর ধরে চলছে। ২০১৫ সালে ওবামা প্রশাসন আনুষ্ঠানিকভাবে এর নাম ‘ডেনালি’ রাখে। যা স্থানীয় আদিবাসীরা এক সময় ব্যবহার করত।

সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলির নামে পর্বতটির নাম আবার রাখা হয়েছে। তিনি কখনও আলাস্কায় যাননি। ১৮৯৭ সালে সোনার অনুসন্ধানকারীর লেখা একটি প্রবন্ধে প্রথমবার তার নাম শৃঙ্গটির জন্য ব্যবহৃত হয় এবং ১৯০১ সালে তার হত্যার পর এটি জনপ্রিয় হয়।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
Emon Khan

Emon Khan

About Author