বাংলাদেশ ঢাকা

সারজিস আলম বিয়ে করেছেন

image 160186 1738339186
print news

ইত্তেহাদ নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম বিয়ে করেছেন। নবজীবনে সারজিসকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শুক্রবার সন্ধ্যায় বরের সাজে সারজিসের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাতে তিনি লিখেছেন, ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’

একই ছবি ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনিও সারজিসের মঙ্গল কামনা করেছেন। হাসনাত লিখেছেন, ‘অভিনন্দন বন্ধু সারজিস! দোয়া করি তোমার সারা জীবন একত্রে ভালোবাসা ও সুন্দর মুহূর্তে পরিপূর্ণ হোক।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র–জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আন্দোলন চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থেকে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র।

এই প্ল্যাটফর্মের নেতাদের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের দায়িত্বে আছেন। সারজিস আলম কয়েক মাস জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের দায়িত্বে আছেন।

সারজিসের আগে হাসনাত আবদুল্লাহর বিয়ের খবর সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। গত ১১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিয়ে করেন হাসনাত।

পঞ্চগড়ের ছেলে সারজিস আলম ২০১৬–১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন। এই বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন তিনি। সারজিস ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে অমর একুশে হল সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। আজ কখন কোথায় তাঁর বিয়ে হয়েছে, তাঁর স্ত্রীর পরিচয় সম্পর্কে জানা যায়নি।

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
Emon Khan

Emon Khan

About Author