ইত্তেহাদ নিউজ,ঢাকা : কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার ৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া রাজধানীর উত্তরায় জমিসহ একটি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহীম মিয়া এই আদেশ দেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, তাহসীন বাহারের ব্যাংক হিসাবে মোট এক কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা রয়েছে। এছাড়া জব্দকৃত ফ্ল্যাটটি রাজধানীর উত্তরায় অবস্থিত।
আবেদনে আরও বলা হয়েছে, কুমিল্লার মেয়র থাকাকালীন তাহসীন বাহার তার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে তিন কোটি চার লাখ ৫০ হাজার ৭৭০ টাকার সম্পদ অর্জন করেন, যা তার ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এছাড়া তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৯৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থ অবৈধভাবে অর্জিত এবং বিভিন্ন মাধ্যমে স্থানান্তরিত হয়েছে বলে দুদকের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে।
তদন্ত চলাকালীন তাহসীন বাহারের সব সম্পদ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে, এখন পর্যন্ত শনাক্তকৃত সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর রোধ করতে আদালত এই ক্রোকের আদেশ দেন।
উল্লেখ্য, তাহসীন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ. ক. ম. বাহাউদ্দিন বাহারের মেয়ে। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত