ইত্তেহাদ নিউজ ডেস্ক : রমজান মাসে রোজা পালনকারী অনেকেই বিভিন্ন কারণে রক্ত নেওয়া বা রক্ত দেওয়ার বিষয়ে দ্বিধায় পড়েন। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে রক্ত নেওয়া বা রক্ত পরীক্ষা করানো রোজার উপর কোনো প্রভাব ফেলে কি না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এ বিষয়ে কী বলা হয়েছে?
ইসলামিক স্কলারদের মতে, রোজা রেখে সাধারণ রক্ত পরীক্ষা করানো বা শরীর থেকে স্বল্প পরিমাণ রক্ত নেওয়া রোজা ভঙ্গের কারণ নয়। কারণ এটি খাদ্য বা পানীয় গ্রহণের মতো শরীরে শক্তি যোগায় না, বরং এটি শুধু শরীরের অভ্যন্তরীণ অবস্থা পর্যবেক্ষণের জন্য নেওয়া হয়।
হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, "রাসূলুল্লাহ (সা.) রোজা রেখেও হিজামা (শিঙ্গা লাগিয়ে রক্ত বের করা) করেছেন।"(বুখারি, ১৯৩৯)
অন্য হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন,"হিজামাকারী ও যার রক্ত নেওয়া হয়েছে—তাদের রোজা নষ্ট হয়েছে।"(আবু দাউদ, ২৩৬৭)
যদি কোনো মুসলিম রোজা রেখে অসুস্থ হয়ে পড়েন এবং রক্ত নেওয়া বা দেওয়া তার জন্য অত্যন্ত জরুরি হয়ে যায়, তাহলে ইসলাম তাকে রোজা ভাঙার অনুমতি দেয়। তবে এমন পরিস্থিতিতে পরে কাযা রোজা রাখার বিধান রয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত