বরিশাল অফিস : আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশের ভাগ্য বদল করতে হলে রাজনৈতিক ধারা ও বন্দোবস্তের পরিবর্তন লাগবে। পুরাতন আমলের ব্যক্তি, পরিবার ও দলীয় পূজার রাজনীতি চলতে পারে না।
বুধবার বরিশালের মুলাদী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক ও স্থানীয় সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুন ছাত্র-জনতা-সিপাহীরা সম্মিলিতভাবে যে বার্তা দিয়েছে সেটা হলো জনগণের অধিকারের সামাজিক চুক্তির নবায়ন। জনগণের সম্পত্তি লুটপাট করে নিজেদের পকেট ভারী করবার রাজনীতি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
এবি পার্টি বরিশাল জেলা ও মহানগরীর আহবায়ক প্রকৌশলী কল্লোল চৌধুরীর পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুলাদী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি নজিবুর রহমান ভূইয়া কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমানুল্লাহ খান নোমান, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুর রহিম, মুলাদী উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, মুলাদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকন মোল্লা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মিরন, মুলাদী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক।
সভায় ফুয়াদ আরও বলেন, বাবুগঞ্জ-মুলাদীবাসীর প্রতিদিনকার সমস্যা হলো স্বাচ্ছন্দময় যাতায়াতের সংকট। ভাঙ্গা ইটের রাস্তা কয়েক যুগ ধরেও পাকা হচ্ছে না, বর্ষাকালে ভোগান্তি চরমে পৌঁছে যায়। মিরগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ওপর একটা ব্রীজের দাবি বহু বছরের, কিন্তু কোন দলের নির্বাচিত প্রতিনিধিরাই তাদের ওয়াদা রাখেননি।
মুলাদীর সাংবাদিকদের উদ্দেশ্যে ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, স্থানীয় রাজনৈতিক ব্যানারে মাস্তানী, চাঁদাবাজি জনগণের জীবনকে অসহনীয় করে তুলেছে। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বেহাল অবস্থা। জনবলের ঘাটতি, নিরীক্ষণ যন্ত্রপাতির অভাব, বেডের ঘাটতি, রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে সেবাদাতা ও গ্রহীতাদের। এবি পার্টির রাজনীতি হলো সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত