ইত্তেহাদ নিউজ,চাঁপাইনবাবগঞ্জ : জামায়াতের কর্মীরা বিভিন্ন জায়গায় লুটপাটে লিপ্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ। শনিবার (৫ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপের দাবি এবং ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
হারুনুর রশীদ বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয়, জনগণের ভোটে গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনার জন্য নির্বাচনের দাবি জানাচ্ছি। তিনি বলেন, আমরা নির্বাচনের কথা বারবার বলছি, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা জানি, ২০১৮ সালে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতো।
তিনি বলেন, এখনও মাঠে আছি ধৈর্য ধারণ করে। গোটা জাতি তাকিয়ে আছে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের জন্য। তা না হলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অনুরোধ করব, দেশব্যাপী কর্মসূচি ঘোষণার। তিনি দাবি করেন, গণতন্ত্রবিহীন দেশ চলতে পারে না, গণতন্ত্রের বাইরে দেশ চলতে পারে না। জামায়াতকে নিয়ে যে অভিযোগ উঠেছে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র কেন? জামায়াতের কর্মীরা বিভিন্ন জায়গায় লুটপাটে লিপ্ত হয়ে গেছে। তিনি আরও বলেন, ‘বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কেন? জাতীয়তাবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, সেজন্য ষড়যন্ত্র চলছে। তিনি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, সরকারের উপদেষ্টারা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, এটি মোটেও শুভ লক্ষণ নয়।
সমাবেশে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. আশিফা আশরাফি পাপিয়ার প্রধান বক্তৃতায় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত