ইত্তেহাদ নিউজ,ঢাকা : রাজধানীর মিরপুরে অনলাইনে বিভিন্ন জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে আলোচিত টিকটকার তোহা হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্ত্রী হুর এ জান্নাতকে খুঁজছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টায় মিরপুর ২ নম্বর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সোমবার রাজধানীর মিরপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা হয়। মামলার আসামিরা হলেন- তোহা হোসাইন, হুর এ জান্নাত। তোহা হোসাইন ও হুর এ জান্নাত সম্পর্কে স্বামী স্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দুজনই আলোচিত টিকটকার।
মামলার অভিযোগে জানা গেছে, টিকটকার তোহা হোসাইন সোশ্যাল মিডিয়ায় তার ফেসবুক পেজ টিকটক আইডি থেকে অনলাইনে বিভিন্ন জুয়ার সাইট প্রমোশন করে আসছেন। অল্প টাকা ডিপোজিট করে খুব সহজেই অধিক মুনাফা আয় করা যায় এই মর্মে যুবসমাজকে জুয়া ও বিভিন্ন অনৈতিক কাজে প্রলুব্ধ করে আসছেন তোহা। তার প্রমোশনকৃত অনলাইন জুয়ার সাইটে অধিক মুনাফার আশায় বিনিয়োগ করছেন যুব সমাজ ও নানা পেশার মানুষ। তারা অনলাইনে জুয়া খেলে প্রতিনিয়ত প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।
মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, টিকটক আইডি থেকে জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে তোহাকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামি হুর এ জান্নাতকে খুঁজছে পুলিশ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত