ইত্তেহাদ নিউজ,চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তির সূচীপাড়া জনতা ব্যাংকের ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইনকে আটক করেছে পুলিশ। তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
বিভিন্ন একাউন্টে টাকা হস্তান্তরের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া জনতা ব্যাংক ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ রোববার শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন।এতে উল্লেখ করা হয়, ব্যাংকের সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইন কয়েকটি একাউন্টে ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা আত্মসাতের জন্য হস্তান্তর করেন।সিনিয়র অফিসার জাবের হোসাইনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার কুমেদপুর গ্রামে।শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, অর্থ আত্মসাতের বিভিন্ন প্রমাণাদি দুদকে পাঠানো হয়েছে। এ বিষয়ে দুদকে মামলা করা হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত