ফিচার

দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী

image 192290 1745135736
print news

অনলাইন ডেস্ক : শূন্য থেকে শুরু। অভাবের সংসারে বেশি পড়ালেখা করতে পারেন নি। বড় সন্তান হিসেবে পরিবারের দায় কাঁধে নিতে প্রথমে বেছে নেন দিনমজুরি। কিন্তু তাতে কোনো আশা দেখতে পাচ্ছিলেন না মোখলেছ। ধারের টাকায় শুরু করেন ফলের ব্যবসা। আজ তিনি স্বাবলম্বী। পরিশ্রম ও সততা তাকে আজ এখানে পৌঁছে দিয়েছে।

বর্তমানে মোখলেছের দোকান পরিচালনার খরচ বাদ দিয়ে তার বার্ষিক আয় ৩ লক্ষ ৫০ হাজার টাকার বেশি। তার দোকানে আরও ৫ জন স্থানীয় বেকার যুবক কাজ করে জীবিকা নির্বাহ করছেন।

লালমনিরহাট জেলা সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের আফরুক গ্রামের মৃত একরামুল হক ও মোকলেজা বেগমের পুত্র মোখলেছুর রহমান মোখলেছ (৩৬)। দুই ভাই-বোনের মধ্যে মোখলেছ বড়ো। বাবা ছিলেন নিম্নবিত্ত কৃষক। মা গৃহিণী। অর্থনৈতিক অনটনের কারণে নবম শ্রেণির বেশি পড়া হয়নি তার। মাত্র ১৭ বছর বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন।
বাসসের সাথে আলাপকালে মোখলেছ বলেন, ‘ প্রথমে অন্যের দোকানে কাজ করে মাসে ১০-১২ হাজার টাকা আয় করতাম। সেই টাকায় সংসার চালানো কষ্টকর ছিল। পরিবারের কাউকে ভালোভাবে খাওয়াতে বা পড়াতে পারতাম না।”

তিনি জানান, সততা বজায় রেখে কীভাবে সফলতা অর্জন করা যায়, সেই চিন্তা সবসময় তাড়িয়ে বেড়াতো। ২০১৭ সালে বাবার ছোট একটি জমি বন্ধক রেখে বড়বাড়ী বাজারে একটি দোকানের জামানত দেন। পরে প্রতিবেশী বড় ভাই বেলায়েত হোসেনের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়ে ফলের ব্যবসা শুরু করেন। কয়েক মাসের মধ্যেই সংসারে সচ্ছলতা ফিরে আসে।

মোখলেছ অভাবের দিনগুলোর স্মৃতিচারণ করে বলেন, ‘পরিশ্রম, ধৈর্য আর একাগ্রতার ফলেই আজকের অবস্থানে পৌঁছেছি। আমার উপার্জনের টাকায় ছোট বোনের বিয়েতে বাবাকে সাহায্য করেছি।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে ফল ব্যবসার পাশাপাশি সুপারি বাগান ও ফসলি জমি বন্ধক নিয়ে চাষ করি। গৃহপালিত পশুও আছে। কিছু নগদ টাকাও জমিয়েছি।’

মা, স্ত্রী ও পুত্র নিয়ে মোখলেছের এখন চারজন সদস্যের পরিবার। স্ত্রী আরজিনা বেগম (২৯) একজন গৃহিণী। তিনি ঘর সামলানোর পাশাপাশি ছেলের পড়ালেখায় সহায়তা করেন। তাদের একমাত্র পুত্র মুস্তাকিম আহমেদ মিশু বর্তমানে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মোখলেছ বলেন, ‘আমার ছেলেটা পড়ালেখায় ভাল। যত কষ্টই হোক, আমার ছেলেকে ডাক্তার বানাবো। ছোটবেলা থেকেই এই ইচ্ছা আমার। নিজে পারিনি। কিন্তু আমার ছেলেকে ডাক্তার বানানোর চেষ্টা করব।’

ফলের ব্যবসাকেও আরো বড় করার পরিকল্পনা রয়েছে মোখলেছের। তিনি খুচরা ফল বিক্রির পাশাপাশি পাইকারি ব্যবসা শুরু করতে চান। তিনি বলেন, ‘সরকার যদি সাহায্য করে, তাহলে আমি ব্যবসা আরও বড় করব। দোকানের পাশে অব্যবহৃত জায়গায় পাইকারি ব্যবসা শুরু করতে চাই। এতে স্থানীয় অনেক বেকার যুবকের কর্মসংস্থান হবে।’

ফল কিনতে আসা স্থানীয় লেমন বাবু (৩২) ও মমিনুল ইসলাম (৩৬) বলেন, ‘ছোট হলেও ওর দোকানে দেশি-বিদেশি মৌসুমি ফল পাওয়া যায়। আমরা সবসময় এখান থেকেই ফল কিনি। আপেল, কমলা, কলা, আঙুর, বেদানা, পেঁপে ও তরমুজসহ সবই পাওয়া যায়।”

বড়বাড়ী বাজার বণিক সমিতির সেক্রেটারি তৌফিকুল ইসলাম তপু বলেন, ‘মোখলেছ খুব পরিশ্রমী এবং সততার সঙ্গে ব্যবসা করে। তার দোকানে সবসময় টাটকা ফল পাওয়া যায়। বাজারের অধিকাংশ ক্রেতা তার দোকান থেকেই ফল কেনে।’

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান বলেন, ‘মোখলেছের সফলতার গল্প অনুপ্রেরণামূলক। যদি তিনি আমাদের নীতিমালা অনুসরণ করে আবেদন করেন, আমরা তদন্ত করে সহায়তার বিষয়টি বিবেচনা করব।’
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার বলেন, ‘বর্তমান সরকার তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তারা যদি পরিকল্পনাগুলি জেলা প্রশাসনকে অবহিত করে, তা বাস্তবায়নে সহায়তা করা হবে।’

তরুণদের উদ্দেশ্যে মোখলেছ বলেন, চাকরির পেছনে না ঘুরে অল্প পুঁজি নিয়ে ফলের ব্যবসা শুরু করেও স্বাবলম্বী হওয়া যায়। আমাদের দেশে সারা বছরই ফলের চাহিদা থাকে। ৪০-৫০ হাজার টাকা বিনিয়োগ করে প্রতিমাসে ২০-৩০ হাজার টাকা আয় করা সম্ভব। প্রশিক্ষণের প্রয়োজন না হলেও, অভিজ্ঞ কারো সাথে থেকে শিখলে ব্যবসা করা সহজ হয়।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.