ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি : ঝালকাঠি পৌরশহরের বাসিন্দা ইমন চৌধুরী একসময় হার্ডওয়্যারের দোকানের পাশাপাশি ঠিকাদারি করতেন। গত ৫ আগস্ট সরকার পতনের পরে তার ঠিকাদারি ও ব্যবসায়ের অবস্থা তেমন একটা ভালো যাচ্ছিল না। পরে তিনি বিভিন্ন মানুষের পরামর্শ নিয়ে ঝালকাঠি পৌর শহরের ব্র্যাক মোড়ে ভাতের হোটেল করেন।
আর সেই ভাতের হোটেলের নাম দেন ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসত হোটেলটিতে। অবশেষে বন্ধ হয়ে গেল আলোচিত এ হোটেলটি।
ব্র্যাকমোড় এলাকার বাসিন্দা জাকির সরদার বলেন, হাউন আঙ্কেল নামে ভাতের হোটেলটি চালু হওয়ার পর ভাইরাল হয়ে যায়। অনেক দূরদূরান্ত থেকে লোকজন এখানে ছুটে আসতেন। কিন্তু হঠাৎ করে এক মাস ধরে হোটেলটি বন্ধ দেখা যায়।
হোটেল মালিক ইমন চৌধুরী বলেন, হোটেলটির নাম হাউন আঙ্কেল দেওয়ার কারণে ভাইরাল হয়ে যায়। হোটেলটি খুব ভালো চলছিল। কিন্তু আমি পুনরায় ঠিকাদারি কাজ শুরু করার কারণে হোটেলটি চালাতে পারছি না। এ ছাড়া অনেক পরিশ্রম করতে হয়। সকালে খুব তাড়াতাড়ি উঠতে হয়। সব মিলিয়ে আমি হোটেলটি চালু রাখতে পারিনি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত