ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে সড়কের পাশের একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান (৪৭) নিহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঢাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত সাইদুর রহমান পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, দুর্ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে । দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত