ইত্তেহাদ নিউজ,ঢাকা : দুর্নীতি, অর্থপাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিদেশে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই সঙ্গে হাসিনা সরকারের সাবেক মন্ত্রীসহ যারা বিদেশে আছেন তাদের বিরুদ্ধেও ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুদক মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
আখতার হোসেন বলেন, আমি নির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ করতে চাই না। তবে, আমি মনে করি এটি (রেড অ্যালার্ট) তদন্ত দলের এখতিয়ারের মধ্যে রয়েছে। যদি তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে, তাহলে তা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিকে, এর আগে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার প্লট জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিদেশে পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
উল্লেখ্য, শেখ হাসিনা, পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে গত ১২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে একটি মামলা করেন।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও ছেলে জয়, মেয়ে পুতুল, বোন শেখ রেহানা, রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে থাকা জমিসহ বাড়ি ও ফ্ল্যাট জব্দের আদেশ দেন একই আদালত।
এ ছাড়া ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’ থাকা ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা ফ্রিজ করারও আদেশ দিয়েছেন আদালত।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত