ইত্তেহাদ নিউজ,বরিশাল : মহান মে দিবসের র্যালী শেষে রাস্তার পাশে খিচুড়ি খাওয়ার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব ধামসর সোনার বাংলা বাজার নামক স্থানে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় এক শ্রমিক দল কর্মী নিহত। সড়ক অবরোধ ও স্থানীয়রা ধাওয়া করে করে ঘাতক বাসটি আটক করেন । বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের এসআই মোঃ শফিকুল ইসলাম। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ১ মে বৃহস্পতিবার দুপুর ১:১৫ মিনিটে সময় শ্রমিক দলের অনুষ্ঠান শেষে রাস্তার পূর্বপাশে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পশ্চিম ওটরা গ্রামের আব্দুল হক গাজীর পুত্র মানিক গাজী (৬০) খিচুড়ি খাচ্ছিলেন, হঠাৎ করে ঢাকা থেকে বরিশাল গামী হানিফ পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো গ -১২-১৮৫৭ মানিক গাজীকে পিছন থেকে চাপা দেয়। এ সময় শ্রমিকদের নেতা মানিক গুরুতর যখন হন। পরে শ্রমিক দলনেতা বাবুল ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব ও খোকন ডাকুয়ার উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। চাপা দেওয়ার সময় বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শ্রমিক ও স্থানীয়রা ধাওয়া করে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এস জলিল সেতু থেকে আটক করে সোনার বাংলা বাজারে পুলিশ এর কাছে সোপর্দ করেন। এ ঘটনায় বিক্ষিপ্ত শ্রমিক দল কর্মীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত