ইত্তেহাদ নিউজ,ঢাকা : ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।
শনিবার (৩ মে) ধামরাইয়ের যাদবপুর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। যাদবপুর স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপির ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম শেখ হাসিনার পতনের ভীত তৈরি করেছিল। ২০২৪ সালে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনে হাসিনার পতন হয়।তিনি বলেন, হাসিনার পতন হলেও এখনো নির্বাচন হয়নি। ফলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনও শেষ হয়নি। সেই লড়াইটা শেষ হবে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচন যে পর্যন্ত না হয় সে পর্যন্ত আমাদের লড়াইটা চালু আছে এটা সবাইকে মাথায় রাখতে হবে।
মুরাদ বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা মুহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে যাচ্ছি। দেশে গণতন্ত্র উত্তরণের জন্য আমরা তাকে সমর্থন করি যেন দেশে একটি ভালো সুষ্ঠু নির্বাচন হয়। সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত