বরিশালের এক সময়ের মিটার রিডার বাবুল এখন শত কোটি টাকার মালিক


ইত্তেহাদ নিউজ,ঢাকা :
বরিশালে আওয়ামী লীগ ক্ষমতার ছায়ায় বেড়ে ওঠা দুর্নীতিবাজদের মধ্যে অন্যতম নাম ‘শামসুদ্দিন বাবুল ওরফে তাইতি বাবুল” এক সময় যিনি ছিলেন পিডিবির সামান্য মিটার রিডার, আজ তিনি কোটি কোটি টাকার মালিক। স্থানীয় জনগণ তাকে জানে বরিশালের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর ‘ডান হাত’ হিসেবে—আর এই রাজনৈতিক পরিচয়ের বলয়ে ক্ষমতার দাপট দেখিয়ে গড়েছেন এক বিশাল অবৈধ সম্পদের পাহাড়।
বাবুলের বিরুদ্ধে অভিযোগের তালিকা রীতিমতো রোমহর্ষক। বরিশালের বিভিন্ন বাজারে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে ‘বিদ্যুত চুরি’ করে গড়ে তুলেছেন দৈনিক লক্ষাধিক টাকার কালোবাজার। নিজের লোক বসিয়ে মাসের পর মাস বৈদ্যুতিক লাইন থেকে অবৈধ টাকা হাতিয়ে নিয়েছেন। অথচ প্রশাসন নীরব, যেন দেখেও না দেখার ভান করছে।
একমাত্র ‘ডিস সংযোগ’ ব্যবসা নিয়ন্ত্রণ করে আমানতগঞ্জে স্থানীয়দের জিম্মি করেছেন তিনি। সরকারি অফিসগুলোতেও তার একচেটিয়া ‘পানি সরবরাহ’ চুক্তি, যা স্থানীয়দের মতে, রাজনৈতিক দাপটের ফল। এসব দুর্নীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত তার স্ত্রীও। অভিযোগ রয়েছে, এমপি জেবুনেছার ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তারা টিউবওয়েল, মহিলা ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে সরকারি ত্রাণ—সবই আত্মসাৎ করেছেন।
এই দম্পতির নামে কোনো ব্যবসায়িক লাইসেন্স নেই, নেই আয়কর নথিও। তবুও তারা ঢাকায় বিলাসবহুল জীবন যাপন করছেন, গোপনে দেশ ছাড়ার পরিকল্পনাও চলছে বলে গুঞ্জন। জনগণ প্রশ্ন তুলছে—কোনো একজন মিটার রিডারের এত সম্পদ কোথা থেকে এলো? কে তাকে প্রশ্রয় দিচ্ছে? আর প্রশাসন কেন নিশ্চুপ?
এই দুর্নীতির পাহাড় দেখে এলাকাবাসীর ভাষ্য, “বাবুলদের মতো দুর্বৃত্তরা রাজনৈতিক ছাতার নিচে আশ্রয় নিয়ে দেশটাকে গিলে খাচ্ছে। প্রশাসন যদি চায়, আজই তদন্ত করে সবকিছু ফাঁস করা সম্ভব। কিন্তু ইচ্ছাই নেই—কারণ সবাই কোনো না কোনোভাবে বেনিফিশিয়ারি। কি নেই বাবুলের। দোকান,প্লপ, ফ্লাট ও শতকোটি টাকার সহায় সম্পদ।
দুর্নীতিবাজ বাবুল ও তার স্ত্রীর বিরুদ্ধে অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা দাবি করেছেন সচেতন নাগরিকরা। এখন গোপনে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে ঢাকায় অবস্থান করে তারা বিলাসবহুল জীবনযাপন করছেন বলে খবর পাওয়া গেছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।