ইত্তেহাদ নিউজ,গাজীপুর : গাজীপুর মহানগরীর টঙ্গীতে ফ্যাক্টরিতে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে বেশ কয়েকটি ক্রুড বোমা ককটেল বিস্ফোরণের অপরাধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইসহাক রুহুল্লাহকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (২৯ মে) টঙ্গী থেকে যৌথবাহিনীর চৌকস অফিসারদের নিরলস প্রচেষ্টায় তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ মে মহানগরীর টঙ্গী থানা এলাকার স্যাটার্ন টেক্সটাইল লিমিটেডের ফেব্রিক স্ক্র্যাপ বিষয়ক সমস্যা নিয়ে অস্থিরতা সৃষ্টি করে ওই নেতা। এ সময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গী পশ্চিম থানায় মামলা করা হয়েছিল।
মামলার পর জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে তাৎক্ষণিক যৌথবাহিনী ছদ্মবেশে গোপনে ও প্রকাশ্যে অনুসন্ধান শুরু করে। যৌথবাহিনী এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে টঙ্গীতে অভিযান পরিচালনা করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পশ্চিমের আহবায়ক ইশাক রুহুল্লাহ (২৬) কে আটক করা হয়।
আটক ইশাক জিজ্ঞাসাবাদে যৌথবাহিনীর কাছে ককটেল বিস্ফোরণের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। তিনি সেখানে অ্যান্টি ফ্যাসিস্ট আন্দোলনের জন্য উপস্থিত ছিলেন।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।জিএমপির টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিব জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইশাক রুহুল্লাকে আটকের পর যৌথবাহিনী থানায় হস্তান্তর করেছেন। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত