ইত্তেহাদ নিউজ,বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কায় ৬০টি পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। রোববার (১ জুন) থেকে উপজেলা সদরের মিরিঞ্জা রেঞ্জ ও শুখিয়া দুখিয়া ভ্যালিতে অবস্থিত পর্যটন স্পটগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এদিন দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে এ বিষয়ে নির্দেশনা জারি করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইন উদ্দিন।তিনি বলেন, ‘টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে পাহাড়ি এলাকার সড়কগুলো বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রাণহানি ঠেকাতে এবং পর্যটকদের জীবন রক্ষায় উপজেলার তিনটি স্থানের মোট ৬০টি পর্যটন স্পট পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।’
ইউএনও আরও বলেন, ‘ভারী বর্ষণ থামলে এবং পাহাড়ধসের আশঙ্কা কেটে গেলে সংশ্লিষ্ট রিসোর্ট ও পর্যটন স্পটগুলো পুনরায় খুলে দেওয়া হবে।’বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল বলেন, গত ২৪ ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে টানা বর্ষণের ফলে বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বেড়ে বিপদসীমার ৭ থেকে ১০ ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় বাকখালী নদীর পানি প্রবেশ করায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত