ইত্তেহাদ নিউজ,ঢাকা : চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আগে সংস্কারের বিষয়টি সামনে আনতে হবে। কারণ দেশের বিভিন্ন স্থানে প্রতিপক্ষকে দমন ও দখলদারত্বের পরিবেশ বিরাজ করছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সোমবার (২ জুন) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বৈঠকে চলমান সংস্কার প্রক্রিয়ার সাথে যুক্ত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।
গাজী আতাউর রহমান বলেন, ড. ইউনূসকে গলার কাঁটা হিসেবে দেখছে আগ্রাসী শক্তি। আমরা চাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন সম্পন্ন করেই তিনি বিদায় নেবেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত