রুশ বোমারু ঘাঁটিতে ইউক্রেনীয় হামলায় উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি: মার্কিন দূত


অনলাইন ডেস্ক : রাশিয়ার পারমাণবিক বোমারু বিমানঘাঁটিতে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার ফলে যুদ্ধের ঝুঁকি অগ্রহণযোগ্য মাত্রায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত কিথ কেলগ। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
কেলগ বলেন, যখন আপনি কোনও প্রতিপক্ষের জাতীয় অস্তিত্ব রক্ষার কাঠামোর—যেমন তাদের পারমাণবিক ‘ত্রয়ী ব্যবস্থায়’ হামলা চালান, তখন ঝুঁকি মাত্রা অনেক বেড়ে যায়। কারণ আপনি জানেন না, প্রতিপক্ষ কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে।
রবিবার ইউক্রেন দাবি করেছিল, তারা ড্রোনের মাধ্যমে রাশিয়ার একাধিক সামরিক বিমানঘাঁটিতে আক্রমণ চালিয়েছে এবং কয়েকটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান ধ্বংস করেছে। এই বিমানগুলোর আর্থিক মূল্য বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
‘ত্রয়ী’ বলতে বোঝায় একটি দেশের পারমাণবিক প্রতিরক্ষা সক্ষমতা—যা স্থল, আকাশ ও জলপথে বিস্তৃত। কেলগ বলেন, এখানে শুধু বিমান ধ্বংস নয়, এর বড় প্রভাব হচ্ছে মনস্তাত্ত্বিক। ইউক্রেন দেখিয়ে দিয়েছে তারা হার মানছে না।
তিনি আরও বলেন, এই হামলা প্রমাণ করে, ইউক্রেন এমন ঝুঁকি নিতে প্রস্তুত, যা আমার দৃষ্টিতে অগ্রহণযোগ্য।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়া তার পারমাণবিক শক্তির প্রদর্শনীকে একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। যাতে করে কিয়েভের পশ্চিমা মিত্ররা সরাসরি সামরিক হস্তক্ষেপ থেকে বিরত থাকে।
রাশিয়া গত নভেম্বরে একটি মাঝারি-পাল্লার ওরেশনিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের দিকে নিক্ষেপ করেছিল। যদিও এটি পারমাণবিক অস্ত্রে সজ্জিত ছিল না, তবে তা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম।
এর আগেও ২০২৪ সালে ইউক্রেন রাশিয়ার একটি অত্যাধুনিক রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছিল। ওই রাডার ব্যবস্থা পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করতে ব্যবহৃত হয়। এসব ঘটনা রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার ওপর সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।