অনলাইন ডেস্ক : চট্টগ্রামে ৬ শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের দায়ে এক মাদ্রাসা শিক্ষককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়ার আদেশ দিয়েছেন। বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা আসামির উপস্থিতিতে এ রায় দিয়েছেন।
দণ্ডিত আসামির নাম নাজিম উদ্দিন (৪১)। তিনি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের মক্কা হোটেলের পাশের গলির রহমানিয়া তাহফিজুল কুরআন একাডেমির পরিচালক ও শিক্ষক ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব ধুরং গ্রামে।
মামলা সূত্র জানায়, ২০১৯ সালের ১৫ আগস্ট থেকে ২০২১ সালের ১ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে মাদরাসার ৬ ছাত্রকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে প্রত্যেককে একাধিকবার ধর্ষণ করেন নাজিম উদ্দিন। ২০২১ সালের ৪ মার্চ আক্রান্ত এক ছাত্রের বড় ভাইয়ের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ মাদ্রাসায় অভিযান চালায়। তখন আরও পাঁচ ছাত্র পুলিশের কাছে একই অভিযোগ করেন। এরপর ওই ছাত্রের বড় ভাই বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় নাজিম উদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ নাজিমকে গ্রেফতার করে। নাজিম আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে বুধবার আদালত নারী ও শিশু নির্যাতন দমন এ রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলায় মোট ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়। আসামিপক্ষে দুজন সাফাই সাক্ষ্য দেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত