ইত্তেহাদ স্পেশাল

ছুরি-চাপাতি বিক্রি অনলাইন শপে,আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য উদ্বেগ

অনলাইনে রকমারী ছুরি কাঁচি ও চামচ কালেকশন
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা : কোরবানির ঈদ ও গৃহস্থালি কাজের সরঞ্জাম বিক্রির আড়ালে বিভিন্ন অনলাইন শপে দেশি-বিদেশি ধারালো ছুরি ও চাপাতি বিক্রি হচ্ছে। এসব মারাত্মক অস্ত্র কিশোর গ্যাং, ছিনতাইকারী ও সন্ত্রাসীদের হাতে সহজেই পৌঁছে যাচ্ছে—যা আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অনলাইন সার্চে দেখা গেছে, চয়েজ মার্কেট ২৪ ডটকম, আজকের ডিলস, বিষয় বাজার বিডিসহ বেশ কয়েকটি ওয়েবসাইটে ছুরি ও চাপাতির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। যেমন—চয়েজ মার্কেট ২৪ ডটকম-এ ‘কোরবানির নিখুঁত ছুরি’ নামে বিজ্ঞাপনে বলা হচ্ছে, ‘শক্ত ও ধারালো ব্লেড, আরামদায়ক হ্যান্ডল, লেদার কাভারসহ শতভাগ গ্যারান্টিযুক্ত’। ‘এয়ার বণিক’ নামের অন্য একটি সাইটে ছুরি-চাপাতির প্যাকেজ বিক্রি হচ্ছে ২,৯৯৯ টাকায়। আজকের ডিল-এ ‘বুচার নাইফ-লার্জ’ বিক্রি হচ্ছে মাত্র ৪০২ টাকায়, আর ‘কিচেন নাইফ উইথ উডেন’ ৪০০ টাকায়।

এই অস্ত্রগুলো সহজে বহনযোগ্য এবং কাপড়ের নিচে লুকানো যায় বলে সন্ত্রাসীদের কাছে এগুলো দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এসব ছুরি ও চাপাতি দিয়ে অপরাধ সংগঠনের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও অন্যান্য বাহিনীর যৌথ অভিযানে দেশজুড়ে ৩৮৪ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয় ৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, বিভিন্ন গোলাবারুদ, ককটেল, মাদক ও দেশীয় অস্ত্র।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান বলেন, ‘অনলাইন শপে ছুরি-চাপাতির বিক্রি অত্যন্ত উদ্বেগজনক। ঈদের পর এ বিষয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে আলোচনা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

প্রযুক্তি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, ‘অনলাইনে ধারালো অস্ত্র বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে কিশোর গ্যাং ও সন্ত্রাসীরা ঘরে বসেই এসব অস্ত্র সংগ্রহ করতে পারছে। পুলিশের সাইবার ইউনিটগুলোর দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.