ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত


ইত্তেহাদ নিউজ,ঢাকা : ঝালকাঠি জেলা সদরে আজ যাত্রীবাহী একটি মাহিন্দ্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. মিরাজ (৪৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭ টার দিকে জেলা সদরের কৃষ্ণকাঠিতে জেলা পরিসংখ্যান কার্যালয়ের সামনে পিরোজপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. মিরাজ বরগুনা জেলার বেতাগী উপজেলার বটতলা এলাকার আব্দুল মতিনের ছেলে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বরিশাল থেকে ছেড়ে আসা রাজাপুরগামী একটি মাহিন্দ্রা গাড়ি ঝালকাঠি পরিসংখ্যান কার্যালয়ের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাহিন্দ্রারসামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ওই গাড়ির যাত্রী মো. মিরাজ ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনা কবলিত মাহিন্দ্রা গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।