গণঅভ্যুত্থানে সকল শহীদ পরিবারের পাশে রয়েছে বিএনপি: আমিনুল


ইত্তেহাদ নিউজ,ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গুম এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাফজয়ী ফুটবলার আমিনুল হক।
রোববার ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর পল্লবীতে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের নিহত ছাত্রদল নেতা রমজান মিয়া জীবন এবং ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনের বাসায় যান তিনি। সেখানে তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাক্ষাৎ করেন আমিনুল হক। এ সময় তিনি শহীদ পরিবারদের আর্থিক সহযোগিতা দেন।
সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পল্লবী থানা ৫নং ওয়ার্ডের শ্রমিক দলের সহসভাপতি বিল্লাল গাজী। তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি নেতা আমিনুল হক। এ সময় বিএনপি নেতা আমিনুল হক নিহত বিল্লালের ছেলের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন।
আমিনুল হক বলেন, পতিত স্বৈরাচার কর্তৃক গুম খুন এবং চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত হওয়া প্রত্যকটি শহীদ পরিবারের পাশে রয়েছে বিএনপি। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলেও জানান তিনি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।