মো: আউয়াল গাজী,রাজাপুর:
প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বড় কৈবর্তখালী এলাকায় সড়কের পাশের একটি এক চালার ঘর রাতের আঁধারে ভেঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ জুলাই) রাতে সিমানার তারের কাটার বেড়া কেটে পাশ্ববর্তী খালে ফেলে দিয়ে ওই ঘর ভেঙ্গে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় রাজাপুর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন।
অভিযোগে আব্দুল্লাহ আল মামুন জানান, বড় কৈবর্তখালী এলাকায় আমার ক্রয়কৃত জমিতে কিছু দিন আগে একচালার একখানা কাঠের ঘর নির্মান করি। ঘরের নির্মান কাজ পুরোপুরি শেষ না হওয়ায় আমার পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করিনি। ২৬ তারিখ রাত আনুমানিক ২ টা থেকে ভোর ৫ টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আমার জমির সিমানার তারের কাটার বেড়া কেটে খালে ফেলে দেয় এবং আমার ঘর খানা ভাঙ্গীয়া নিয়া যায়। এতে আমার প্রায় ১ লক্ষ ৫ হাজার টাকার ক্ষতি হয়।
স্থানীয়রা জানায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা আবদুল্লাহ আল মামুনের ঘর খানা অদৃশ্য করে ফেলে। নিশ্চয়ই এটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজাপুর থানা পুলিশ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত