বাংলাদেশ বরিশাল

কড়াপুরে মাদক ব্যবসায়ী এক পরিবারের বিরুদ্ধে শত শত জনগণের মানববন্ধন

Messenger creation C67C6E95 D920 4773 ACCB 8970D0A1E181
print news

*;প্রশাসন মাদক ব্যবসা বন্ধ না করতে পারলে আইন হাতে তুলে নিবে জনগণ,হুমকি মানববন্ধনকারীদের

বরিশাল অফিস :

“কড়াপুর ও তার আশেপাশের ইউনিয়নের যুব সমাজ সহ নানা বয়সের মানুষ মাদকাসক্ত হয়ে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। হুমকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম। সন্ধ্যা হলেই ঝিম দিয়ে থাকে যুবসমাজ। জড়িয়ে পড়ছে নানা অপকর্মে। প্রায় দেড় যুগ ধরে কড়াপুর সহ পার্শ্ববর্তী ইউনিয়নগুলোতে মাদকের বিষ ছড়িয়ে আসছে শিবপাশা গ্রামের শাহজাহান সরদার ও তার ছেলে রিয়াজ হেসেন সরদার সহ তাদের পরিবারের সদস্যরা। রিয়াজের মামা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় মাদক ব্যবসায়ী এ পরিবারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় ভূমিকায় থাকেন। আ.লীগ ক্ষমতায় আসার পরই রিয়াজ কড়াপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ক্ষমতা বলে মাদক ব্যবসার সম্প্রসারণ ঘটিয়েছিল। “

স্থানীয় শত শত জনগণের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী, পল্লি চিকিৎসক, ব্যবসায়ী ও ছাত্ররা। শুক্রবার (৮ আগস্ট) বেলা বারো টায় বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের বসুরহাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে স্থানীয় জনগণ।

মানববন্ধনে বক্তব্য রাখেন- রায়পাশা কড়াপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আ. রসিদ সরদার, কড়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য মো. হাবিবুর রহমান মিন্টু, সাবেক সহ-সভাপতি মনির তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান খলিফা ও বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্র নেতা সাকিল খান সহ বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির নেতা ফরিদ উদ্দিন রাঢ়ি ও হালিম খান।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, থানা পুলিশকে বারবার অবগত করা হলেও তারা সব সময় রহস্যজনক ভূমিকা পালন করছে। উল্টো কয়েকজন পুলিশের সাথে মাদক ব্যবসায়ী এ পরিবারের গভীর সখ্যতা রয়েছে। মানববন্ধনের পর প্রশাসন এ পরিবারের মাদক ব্যবসা বন্ধ করতে না পারলে পরবর্তীতে হাজার হাজার জনগণ আইন হাতে তুলে নিয়ে সমাজের যুব সমাজ রক্ষা করবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রায়পাশা কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসানাত ফিরোজ, পল্লি চিকিৎসক উত্তম কুমার, বরিশাল জেলা দক্ষিণ জিয়া মঞ্চের সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও বসুরহাটের প্রায় অর্ধশত ব্যবসায়ীসহ বিভিন্ন গ্রামের শত শত বাসিন্দা।

স্থানীয়রা বলেন, মাদকের বিরুদ্ধে এখনও দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সমাজ আরো নষ্ট হয়ে যাবে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে- পরিবার, সমাজ ও স্থানীয় প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইতোমধ্যে কড়াপুরে জনগণের সাথে নেমেছে স্থানীয় জনপ্রতিনিধি সহ সকল শ্রেণি পেশার মানুষ। প্রতিনিয়ত কড়াপুরে ব্যাপক মাদক বেচাকেনা ও সেবন বেড়েই চলেছে- তাতে একদিকে ধ্বংসের পথে কিশোর-যুবকরা, অন্যদিকে নষ্ট হয়ে যাচ্ছে সমাজ। তাই, সমাজ রক্ষার্থে প্রশাসন ব্যর্থ হলে অ্যাকশনে যাবে জনগণ।

কড়াপুর শিবপাশা গ্রামের শাহজাহান সরদার ছিলেন একজন কৃষক, আর তার ছেলে রিয়াজ হেসেন সরদার ছিল- ভাড়াটিয়া মটোর সাইকেলল চালক। বাপ-পুত্র সহ পরিবারের সকলে গাজা ও ইয়াবা ব্যবসা করে এখন কোটিপতি বনে গেছেন।

অভিযুক্ত শাহজাহান সরদার ও রিয়াজ হেসেন সরদার বলেন- আ.লীগ আমলে তারা মাদক সেবন ও বেচাকেনা করেছিল কিন্তু এখন করেন না। রাজনৈতিক হিংসা প্রতিহিংসার কারণে এখন এমনটা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.