ইত্তেহাদ নিউজ,অনলাইন : নিখোঁজ হওয়ার দুদিন পর নাঈম রহমান নামে বাংলাদেশ ব্যাংকের এক উপ-পরিচালককে (ডিডি) মাদারীপুরের একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) শহরের পুরান বাজার এলাকার এ আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। নাঈম নিখোঁজ হওয়ার পর ডিএমপির মিরপুর মডেল থানায় জিডি করা হয়েছিল।
জিডি তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশকে বিষয়টি জানিয়েছি। তাকে মাদারীপুর থেকে ঢাকায় আনা হবে।
এর আগে সোমবার (১০ বার) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর জানায়, রোববার সকালে নাঈম অফিসে এসেছিলেন। ১২টার পর অফিসে ব্যাগ এবং আইডিকার্ড রেখে নিরুদ্দেশ হয়েছেন বা নিখোঁজ রয়েছেন।
১২.৫৩ মিনিটে নাঈম তার ব্যাচের একজন সহকর্মীকে শেষ মেসেজ দিয়েছিলেন। মেসেজ থেকে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো কোনো কারণে খুবই ডিপ্রেসড ছিলেন। মোবাইল ট্র্যাকিংয়ে সবশেষ দুপুর ১২.৫৩ মিনিটে তার অবস্থান ছিল সায়দাবাদে।
এদিকে নাঈম পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগ এলাকায় থাকেন। নাঈম তার পরিবারের একমাত্র ছেলে। তার নিখোঁজ হওয়ার পর মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।পুলিশ জানায়, মাদারীপুর জেলা শহরের রয়েল রেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেল থেকে নাঈমকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার অভিযানে মাদারীপুর সদর থানার পুলিশ এবং জেলা ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার উপস্থিত ছিলেন।রয়েল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার বলেন, তিনি একদিন আগে আমাদের হোটেলে আসেন। চাকরির খোঁজে এসেছেন বলে আমাদের জানিয়েছিলেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত