ইত্তেহাদ নিউজ,অনলাইন : যুক্তরাজ্যের সাইবার নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান ও গার্লগাইডিং-এর নতুন চিফ এক্সিকিউটিভ ফেলিসিটি ওসওয়াল্ড অনলাইন নিরাপত্তার বিষয়ে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন বর্তমান সময়ে অনলাইন নিরাপত্তা আগের চেয়ে আরও খারাপের দিকে যাচ্ছে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো মেয়েদের নিরাপদ রাখতে যথেষ্ট কাজ করছে না, বরং অনেকে অনলাইন সেফটির জন্য বাজেট কমিয়ে দিচ্ছে।
ফেলিসিটি ওসওয়াল্ড জানান, প্রযুক্তি কোম্পানিগুলোতে নারীবিদ্বেষ, যৌন হয়রানি ও ক্ষতিকর কনটেন্ট বাড়লেও প্রতিরোধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তিনি বলেন, আমি জানি অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীরা নিরাপত্তার জন্য কঠোর পরিশ্রম করেন। কিন্তু বাস্তবতা হলো এটা যথেষ্ট নয়। পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
ফেলিসিটি ওসওয়াল্ড জানান, শুধু ক্ষতিকর কনটেন্ট বন্ধেই নয়, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আরও বেশি নারী নিয়োগের দাবি জানাচ্ছেন। তিনি বলেন, এআই খাতের ৭০ শতাংশের বেশি কর্মী পুরুষ। ফলে যেসব টুল তৈরি হচ্ছে, তাদের মধ্যে মেয়েদের নিরাপত্তা বা অভিজ্ঞতা নিয়ে ভাবনা থাকছে না। তাই নারীদের আরও বেশি যুক্ত করতে হবে এই খাতে।
গার্লগাইডিং-এর সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে ১৩ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের ২৬ শতাংশ জানিয়েছে, তারা নিজেদের, বন্ধুর বা কোনও সেলিব্রিটির যৌনায়িত ডিপফেক ভিডিও দেখেছে। ফেলিসিটি ওসওয়াল্ড বলেন, এটা ভয়ংকর। সমাজকে এখনই জেগে উঠতে হবে। না হলে এই সংখ্যাগুলো কমবে না, বেড়েই যাবে। তিনি জানান, গার্লগাইডিং
বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে অনলাইন নিরাপত্তা বাড়ানোর দাবিতে একটি খোলা চিঠির স্বাক্ষর সংগ্রহ করছে। সূত্র : ইন্ডিপেন্ডেন্ট
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত