সাহিত্য

নাফিজুর আলমের দুটি কবিতা

Polish 20230813 212809155
print news

জিজ্ঞাসা
মো. নাফিজুর আলম

তোমাকে কতোখানি চাই
খররৌদ্রে – ঝড়ে – জনহীন বর্ষায়
বিশুস্ক তৃণদলে
ছুরির মতন শিশিরের নিঃশব্দ সঞ্চারণে
অপরাজয়ে স্মৃতির অপরূপ দীর্ঘশ্বাসে,
কিংবা আমার শরীরের ক্লান্তিহীন নিশিন্দার ছায়াপথে
সে কথা লিখে পরে দিয়েছি
গত রাত্তিরের বেদনার খামে –
পড়ে জানিও
তোমাকে যাবে পাওয়া
আর কতোখানি ক্ষতির দামে।

দুঃখ
মো.নাফিজুর আলম

দুঃখ মোড় মনের মাঝে
প্রাণের স্পন্দন,
সুখের খুঁজে কাতর আমি
দুঃখই যেন জীবন
এখানে খুঁজি, সেখানে খুঁজি
সুখের বন তরী টিরে
দুঃখ যেন পরান পাখি
এ জগৎ মাঝরে।

মো. নাফিজুর আলম
এম বি বি এস, ৩য় বর্ষ
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে, গাজীপুর।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *