বিনোদন

শুটিং বাতিল মধুমিতার!

madhumita sarcar 3
print news

বাংলার গণ্ডি পেরিয়ে দক্ষিণী সিনেমায় নাম লিখিয়েছিলেন মধুমিতা সরকার। পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ের ছবি ‘ফর্জ’-এ মুখ্য চরিত্রে তার অভিনয় করার কথা প্রকাশ্যে এসেছিল। কিন্তু টলিপাড়ার অন্দরের গুঞ্জন, সেই ছবি নাকি আটকে গেছে। আপাতত বন্ধ ছবির কাজ।

শোনা যাচ্ছে ছবির জন্য বরাদ্দ বাজেট নাকি খুবই বেশি। সূত্র বলছে, এখনই ততটা আয়োজন করে উঠতে পারেনি প্রযোজক। তাই এই মুহূর্তে ছবির কাজ শুরু করতে পারছেন না পরিচালক। চলতি সপ্তাহেই শুটিং ফ্লোরে যাওয়ার কথা ছিল প্রীতমের। কিন্তু এই মুহূর্তে কাজ শুরু করতে পারছেন না তারা। ছবিতে মধুমিতার বিপরীতে অভিনয় করার কথা তনুজ ভিরওয়ানির।

তবে অন্দরের খবর, ছবিটির শুটিং কবে নাগাদ শুরু হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

অন্যদিকে, ‘চিনি ২’ মুক্তির পরেই মধুমিতা মন দিয়েছেন নতুন কাজে। পরিচালক শিলাদিত্য মৌলিকের ‘কে প্রথম কাছে এসেছি’র শুটিং করতে অরুণাচল প্রদেশ গিয়েছিলেন তিনি। এই ছবির মাধ্যমে মধুমিতা আবারও জুটি বাঁধছেন বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে। এ ছাড়াও রয়েছেন দর্শনা বণিক।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *