বরিশাল বাংলাদেশ

নলছিটিতে পুলিশের বাড়িতে ডাকাতি

received 267276509440078
print news

মিলন কান্তি দাস
প্নরতিনিধি,লছিটি,ঝালকাঠি

নলছিটিতে দুই পুলিশ অফিসারের বাড়িতে ডাকাতির সংগঠিত হয়েছে। ডাকাতরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে।
২২ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য্য ফিলিং স্টেশনের কাছে এ ডাকাতির ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার এসআই মিজানুর রহমান ও তার ভাই ঢাকায় কর্মরত এসআই আল মামুনের বাসা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া তূর্য্য ফিলিং স্টেশনের পাশে। ২২ আগস্ট মঙ্গলবার তারা ভোলার চরফ্যাশনে পিতার মৃত্যু বার্ষিকীর যান। বাসায় তাদের দুই ভাইয়ের ছেলে-মেয়ে ও ভাগ্নে ছিল। গভীর রাতে ডাকাত দল দ্বিতীয় তলার বেলকনি দিয়ে বাসায় প্রবেশ করে। এ সময় তাদেরকে জিম্মি করে ডাকাতরা ঘরের ওয়্যারড্রপ, শোকেসসহ বিভিন্ন মালামাল ও কাপড়-চোপড় তছনছ করে। এবং স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
নলছিটি থানা পুলিশের উপপরিদর্শক এসআই মিজান বলেন, আমার ও আমার ভাইয়ের বাসা একসাথেই। ডাকতরা আমাদের ছেলে মেয়েদের জিম্মি করে কিছু নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। বাসায় আসলে বলা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।তারা তাদের বাবার মিলাদে নিজ বাড়িতে রয়েছে । ফিরে আসার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন ডাকাতির সাথে জড়িতদের ধরতে উর্ধ্বোতন কতৃপক্ষ সহ আমাদের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *