মিডিয়া

পাথরঘাটায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

received 1222203135134096
print news

নূরুজ্জামান, পাথরঘাটা প্রতিনিধিঃ

বরগুনা বামনা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তরের বামনা উপজেলা প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন ও দৈনিক সাগরকূলের নিজস্ব প্রতিবেদক মোঃ মাহমুদুল হাসান আশিক এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন করা হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে পাথরঘাটা শহরের শেখ রাসেল স্কয়ারে পাথরঘাটা প্রেসক্লাবে আয়োজনে মানববন্ধনে অংশগ্রহণ করে পাথরঘাটার সংবাদ কর্মীবৃন্দ ।

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন সোহেল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সাংবাদিক জাফর ইকবাল, জাকির হোসেন খান, ইমাম হোসেন নাহিদ, শফিকুল ইসলাম খোকন ও আমল তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, সত্য সংবাদ প্রকাশের জেরে বরগুনার স্থানীয় দৈনিক সাগরকূল এর সম্পাদক নেছার উদ্দিন ও মোঃ মাহমুদুল হাসান আশিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করে যুবলীগ নেতা। দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানাই। এই মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিকরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। সাংবাদিকদের উপর হয়রানি, ঝুলুম, নির্যাতন বন্ধ করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাই আমরা ।

তারা আরো বলে,ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না হলে সাংবাদিকদের কন্ঠরোধ হয়ে যাবে , সাংবাদিকদের কলম থেমে যাবে আর অপরাধ, দূর্নীতি বিস্তার ঘটবে। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে সারা বিশ্বে প্রকাশ পাবে। তাই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সারাদেশে দুর্নীতির মূল উৎপাটন করে সোনার বাংলা গড়ার আহ্বান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *