বিনোদন

আর্থিক প্রতারণার মামলায় নুসরাতকে ইডির তলব

Untitled 5
print news

ফ্ল্যাট দেয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণার মামলায় পশ্চিমবঙ্গের বসিরহাটের তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী নুসরাত জাহানকে তলব জানিয়েছে দেশটির আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। আগামী মঙ্গলবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

নুসরাতের সঙ্গে ওই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব করা হয়েছে বলে জানিয়েছে ইডি সূত্র। মঙ্গলবার নুসরাতের সাথে রাকেশকেও ইডি দপ্তরে হাজিরা দিতে হবে।

প্রতিবেদনে বলা হয়, নুসরাতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪-১৫ সালে চারশোর বেশি প্রবীণ নাগরিক নুসরাতের সংস্থায় ফ্ল্যাট নেয়ার জন্য অর্থ জমা দেন। প্রত্যেকের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা করে নেয়া হয়েছিল। তার বদলে এক হাজার বর্গফুটের ফ্ল্যাটের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।

কিন্তু বহু বছর পার হলেও কেউই কোন ফ্ল্যাট পাননি, এমনকি টাকা ফেরত ও পাননি। নুসরাত ওই সংস্থার ‘অন্যতম ডিরেক্টর’ বলে দাবি করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

শঙ্কুদেবের অভিযোগ, এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হলেও কোন লাভ হয়নি। নুসরতের বিরুদ্ধে আদালতেও মামলা করা হয়েছিল। কিন্তু অভিযোগ রয়েছে আদালতের শমন পেয়েও হাজিরা দেননি সাংসদ তথা অভিনেত্রী।

তাই শেষে প্রতারিতদের নিয়ে ইডি দপ্তরে অভিযোগ জানান শঙ্কুদেব। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরে এ-ও দাবি করেন, ‘প্রতারণার’ টাকা দিয়ে পাম অ্যাভিনিউতে নুসরাত ফ্ল্যাট কিনেছেন।

তবে অভিযোগ প্রকাশ্যে আসার পর এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করেন নুসরাত। তিনি তখন জানান, ওই সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি ফ্ল্যাট কিনেছেন। সেই ঋণ সুদ-সহ ফিরিয়েও দিয়েছেন। ওই সংস্থার সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ নেই।

তবে আনন্দবাজার জানায়, ওই সংস্থার ডিরেক্টর রাকেশ আনন্দবাজারকে জানিয়েছিলেন যে, নুসরাত তাঁদের সংস্থা থেকে কোনও ঋণ নেননি। নুসরাতের ওই বক্তব্য শুনে তিনি স্তম্ভিত!

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *