লাইভে এসে শিক্ষকের আত্মহত্যা চেষ্টা


দুমকিতে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা চেষ্টা করছেন একে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রুবেল হোসেন। শুক্রবার রাতে ওই বিদ্যালয়ের পার্শ্ববর্তী ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার রুবেল তার নিজস্ব ফেসবুক আইডি থেকে বিভিন্ন রকম আবেগঘন স্ট্যাটাস দেন। পরে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবিদ হাসান জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।