এশিয়া সংবাদ

পাকিস্তান তখন ভিক্ষা করে বেড়াচ্ছে : নওয়াজ শরিফ

image 24873 1695143660
print news

চার বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে আগামী মাসে দেশে ফিরছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দেশে ফেরার আগে আবারও সাবেক জেনারেল ও বিচারপতিদের সমালোচনায় মুখর হয়েছেন তিনি।

নওয়াজ শরিফ বলেছেন, আজ টাকার জোগাড় করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশে দেশে ভিক্ষা করে বেড়াচ্ছেন। আর ভারত চাঁদে গেছে, জি-২০ সম্মেলনের আয়োজন করেছে। ভারত এমন কাজ করতে পারলেও পাকিস্তান কেন করতে পারেনি। এ জন্য কারা দায়ী?

গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে লাহোরের দলীয় সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

গত কয়েক বছর ধরে চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের অর্থনীতি। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন অপেক্ষা করানোর পর পাকিস্তানকে ৩০০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর অংশ হিসেবে গত জুলাই মাসে দেশটির সরকারকে ১২০ কোটি ডলার ঋণ দেয় সংস্থাটি।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, অটল বিহারী বাজপেয়ী যখন ভারতের প্রধানমন্ত্রী তখন দেশটির মাত্র কয়েক বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল। কিন্তু এখন ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬০০ বিলিয়ন ডলার। আজ ভারত কোথায় পৌঁছেছে আর পাকিস্তান কোথায় পড়ে রয়েছে।

আল-আজিজিয়া মিলস দুর্নীতি মামলায় সাত বছরের সাজা কাটার সময় ২০১৯ সালের নভেম্বরে তৎকালীন সেনাপ্রধান জেনারেল বাজওয়ার সহায়তায় দেশ ছাড়েন নওয়াজ শরিফ। তখন থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি। তবে সম্প্রতি জানিয়েছেন, আগামী ২১ অক্টোবর দেশে ফিরবেন তিনি। এ জন্য আগামী মাসে নওয়াজ শরিফ লাহোরে আসার আগে তার আগাম জামিনের ব্যবস্থার কথা জানিয়েছে পিএমএল-এন।

গতকালের বক্তব্যে ২০১৭ সালে ক্ষমতাচ্যুতির জন্য দেশটির সামরিক ও বিচার বিভাগের সমালোচনা করেন নওয়াজ। তিনি বলেন, যে ব্যক্তি (নওয়াজ) দেশকে লোডশেডিং থেকে মুক্ত করেছে তাকে চারজন বিচারক বাড়ি পাঠিয়েছেন। তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং তৎকালীন ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান জেনারেল ফয়েজ হামিদ তার ক্ষমতাচ্যুতির পেছনে জড়িত ছিলেন বলে অভিযোগ তুলেন তিনি। এ কাজের জন্য তাদের জবাবদিহির আওতায় আনার কথাও জানান পিএমএল-এন প্রধান।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *