বরিশাল বাংলাদেশ

ঝালকাঠিতে ৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ১৯ জেলের কারাদণ্ড

JHALAKATHI JAL
print news

ঝালকাঠি প্রতিনিধি : মা ইলিশ সংরক্ষণ অভিযানে ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে ৭ লাখ ৩৪ হাজার ৭০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ১৯ জন জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।ঝালকাঠি জেলা মৎস্য বিভাগ থেকে জানা গেছে, গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত একটানা ২২ দিন মা ইলিশ শিকার বন্ধের নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ সময় সরকারি নির্দেশনা পালনে জেলার চারটি উপজেলায় মোট ৩৩৬টি টিম অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ ও জেলেদের কারাদণ্ড দেয়।এছাড়া অভিযানকালে বিষখালী নদীতে হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা সমাজসেবা কর্মকতা, দুইজন আনসার সদস্যসহ ৬ জন আহত হন। এ ঘটনায় প্রায় অর্ধশত জেলের নামে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

আরও পড়ুন :

রাজাপুরে মৎস্য অভিযানে জেলেদের হামলা, থানায় মামলা দ্বায়ের

ঝালকাঠি সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়  বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক ২২ দিন জেলার চারটি উপজেলা মৎস্য কর্মকর্তারা ২৪ ঘণ্টার মধ্যে ২২ ঘণ্টা নদীতে অভিযান পরিচালনা করেছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *