ঝালকাঠিতে পুরুস্কার কেড়ে নিয়ে অন্যকে প্রদান


বরিশাল অফিস : প্রতি বছরের ন্যায় এ বছরেও ঝালকাঠি শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের স্কাউটস এর ছাত্ররা অংশ গ্রহন করলে বিচারকরা তাদের বিজয়ী ঘোষনা করে পুরস্কার প্রদান করেন। পরবর্তিতে সেই পুরস্কার কেড়ে নিয়ে ঝালকাঠি কালেক্টরেট স্কুলের ছাত্রদের হাতে তুলে দেয়া হয়।এতে ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। মাঠে উপস্থিত অভিভাবকগন এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, কোমল মতি শিশুদের হাতে পুরস্কার তুলে দিয়ে আবার সেটা ফিরিয়ে নিয়ে ঝালকাঠি কালেক্টরেট স্কুলে প্রদান করা এটা ন্যাক্কার জনক ও অন্যায়।পুরস্কার প্রদানের আগে বিচারকদের এটা ভেবে দেখা উচিৎ ছিলো।ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের স্কাউটের ছাত্ররা জানিয়েছে, আমাদের পুরস্কার দিয়ে সেটা আবার ফেরৎ নিয়ে কালেক্টরেট স্কুলের ছাত্রদের দিয়েছে।আমাদের সাথে অন্যায় করা হয়েছে।
এ ব্যাপারে ঝালকাঠি বালক সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের স্কাউটের শিক্ষক তুহিন হোসেন জানান,আমরা সব সময়ই ভালো করি। আমাদের সাথে সব সময় অন্যায় করা হয় পুরুস্কার প্রদানের ক্ষেত্রে। ডিসি অফিস তারা পুরুস্কার নিজেদের মত করে দেয়। আমরা ঠকতে ঠকতে টিকে আছি।তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,কেনই দেয়া হলো আবার কেনইবা নেয়া হলো। আমাদের সাথে ঐদিন যা করা হয়েছে সেটা অন্যায়। এ ব্যাপারে ঝালকাঠি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ বলেন,আমি পুরুস্কার দেয়ার আগে চলে এসেছি। আমি জেনে পরে বিস্তারিত জানাতে পারবো। এ ব্যাপারে ঝালকাঠি কালেক্টর স্কুলের সহকারি প্রধান শিক্ষক সুজিব কান্তি বোষ বলেন,আমরা দুটো পুরুস্কার পেয়েছি একটি কুচকাওয়াজে এবং একটি ডিসপ্লেতে। অন্যদলের পুরুস্কার নেইনি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়