Breaking News
9c3d2b58 3527 43c5 a911 92a0c79feee1

বরিশালের বানারীপাড়ায় শিক্ষকের থাপ্পরে ফেটে গেল শিক্ষার্থীর কানের পর্দা

print news

বানারীপাড়া প্রতিনিধি :  বরিশালের বানারীপাড়ায় শিক্ষকের বেধড়ক চড় থাপ্পড়ে কানের সুক্ষ্ম পর্দা ফেটে যায় কলেজ শিক্ষার্থীর। এমন অভিযোগের সত্যতা পাওয়া যায় অভিযুক্ত শিক্ষক অনুপ ও শিক্ষার্থী শুভজিৎ এর সাথে আলাপকালে। এমন অমানবিক নির্যাতনের ঘটনাটি গত ২১ মার্চ বানারীপাড়া ডিগ্রি কলেজে ঘটেছে বলে জানায় ওই কলেজর একাদশ শ্রেণির শিক্ষার্থী শুভজিৎ। তাৎক্ষনিক এ ঘটনার বিচার চাইতে গেলে শিক্ষার্থীর বাবা মাছ বিক্রেতা নিরঞ্জন বড়ালের সাথেও খারাপ আচরণ করে তাদের তাড়িয়ে দেয়া হয়।

5a09f869 f674 4ce1 bfc8 af6abd818ee9

এমন অবস্থায় কোনো উপায় না দেখে  উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখত অভিযোগ দেন শিক্ষার্থীর পরিবার। এরপরই বিষয়টি ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এতেই শুরু হয় অভিযুক্ত শিক্ষক অনুপের দৌড়ঝাঁপ। এদিকে অভিযুক্ত শিক্ষক অনুপের বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন সময়ে ছাত্র ছাত্রীদের সাথে মারধর হাতাহাতির অভিযোগ রয়েছে। সম্প্রতি ওই কলেজের এক ছাত্রীর সাথে খারাপ আচরণ করায় তখনও শিক্ষক অনুপ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়েছিলেন।সে সময়ে উপায়ান্ত না পেয়ে ছাত্রীর মায়ের হাত পা ধরে ক্ষমা চেয়ে সে যাত্রায় পার পেয়ে যায় অনুপ।

এ ব্যাপারে বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম ঘটনার সত্যতা স্বিকার করে বলেন,শিক্ষার্থী শুভজিৎ এর পিতাকে কলেজে আসতে বলা হয়েছে।তাকে কলেজ থেকে কল দেয়া হয়েছিল।অভিযোগ প্রমান হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....

Check Also

da2d8d74942b83e9231f9d4588695c46 6644ecd450365

একাদশে ভর্তির আবেদন শুরু ২৬ মে, ক্লাস শুরু ৩০ জুলাই

ইত্তেহাদ নিউজ,ঢাকা : একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৬ মে। আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *