08 04 2024 p3 6

রংপুরের বিনোদন কেন্দ্রগুলো প্রস্তুত

print news

রংপুর প্রতিনিধি :  ঈদের আনন্দভাগাভাগি করতে আড্ডা এবং ঘোরাঘুরির বিকল্প নেই। তাই আনন্দে মেতে উঠতে রংপুরের বিনোদন কেন্দ্রগুলো প্রস্তুত হচ্ছে। ঈদের দিন থেকেই বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। তাই আগেভাগেই প্রস্তুত হচ্ছে বিনোদন কেন্দ্রগুলো। তবে গরমে কি পরিমাণ লোক সমাগম হবে এটা নিয়েও হিসাব করছেন বিনোদন কেন্দ্র সংশ্লিষ্টরা। রংপুর মহানগরীর তাজহাট জমিদারবাড়ি ও জাদুঘর, প্রয়াস সেনা বিনোদন পার্ক, চিকলি পার্ক, বিনোদন উদ্যান চিড়িয়াখানা, কালেক্টরেট সুরভি উদ্যান, টাউন হল চত্বরসহ সব স্থানেই ঈদের দিন থেকে মানুষের ঢল নামে। একই চিত্র দেখা যায় শহর থেকে একটু দূরের ভিন্নজগত, আনন্দনগর, মহিপুরঘাট, অবসর, মায়াভুবন, তিস্তা সড়ক সেতু পয়েন্টেও।

ঐতিহ্যবাহি তাজহাট রাজবাড়ি ও জাদুঘরে ঈদের দিন থেকে সব বয়সী মানুষের পদচারণে মুখর থাকে। রংপুরের বিনোদন প্রেমীদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এই জমিদারবাড়ি। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত নিসবেতগঞ্জের রক্তগৌরব চত্বর এলাকায় গড়ে উঠেছে প্রয়াস সেনা বিনোদন পার্ক। ঘাঘট নদীর অংশবিশেষসহ পার্শ্ববর্তী বিস্তৃত নিচু এলাকায় সবুজে সাজানো কোলাহলমুক্ত পরিবেশ এই বিশাল পার্কের। এখানে সেনা সদস্যদের নিখুঁত কারিগরি পরিকল্পনায় বাঁশ ব্যবহারে সাজানো এ বিনোদন পার্ক। ঈদ-পরবে এখানেও অসংখ্য দর্শনাথী আসেন।
অন্যদিকে রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে এবং বেসরকারিভাবে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের কোল ঘেঁষেই নির্মিত চিকলি পার্ক। বিশাল চিকলিবিলের আশপাশ ঘিরে সাজানো হয়েছে শিশু-কিশোরদের আকৃষ্ট করার মতো নানা আয়োজন। এখানেও প্রচ ভিড় লক্ষ্য করা যায। চিকলি পার্কের মতো ভিন্নজগৎ, রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা, কালেক্টরেট সুরভি উদ্যান, মহিপুরঘাট, তিস্তা সড়ক সেতু পয়েন্ট, টাউন হল চত্বরসহ কারমাইকেল কলেজ চত্বরও মানুষের পদচারণে মুখর থাকে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....

Check Also

89158cb347b1c8e5d0b7ad26c3f4545d 6645e0064c758

সাবেক এমপি পাপুলসহ ৩ জনের নামে দুদকের মামলা

ইত্তেহাদ নিউজ,ঢাকা : প্রতারণার আশ্রয় নিয়ে পাঁচ বছরের আয়কর রিটার্ন ও রেজিস্ট্রার ঘষামাজা করে আয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *